মোঃ আমজাদ হোসেন মিঠু,শ্যামনগরঃ শ্যামনগর থানা পুলিশের পক্ষ থেকে জনসচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ জুলাই ) সকাল ১০:৩০ মিনিটে শ্যামনগর থানা চত্বর থেকে বাহির হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব নাজমুল হুদা, ওসি (তদন্ত) মোঃ শহিদুল্লাহ, সেকেন্ড অফিসার খবির হোসেন সহ থানায় কর্মরত সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত জনসচেতনতামূলক রেলী থেকে মাইকিং এর মাধ্যমে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলতে অনুরোধ জানান শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা।