
মোঃ আমজাদ হোসেন মিঠু, শ্যামনগরঃ শ্যামনগর থানা পুলিশের বিশেষ অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত মাদক ব্যবসায়ী শ্যামনগর সদর ইউনিয়ন চিংড়াখালী গ্ৰামের মনিন্দ্র মন্ডলের ছেলে দীপঙ্কর মন্ডল (২৭)। শুক্রবার (১৭জানুয়ারি) সন্ধ্যায় মাদক বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানার এএসআই মাজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সদর ইউনিয়নের চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের সামনে থেকে ভারতীয় মদসহ তাকে আটক করে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াছিন আলম চৌধুরী
( তদন্ত) সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় নিসিদ্ধ মদসহ তাকে আটক করা হয়েছে। মাদক আইনে তাহার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।