মুন্সিগঞ্জ(শ্যামনগর) প্রতিবেদক:শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা দৃষ্টিনন্দন দরিদ্র কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে বুধবার (১০ই মার্চ) সকাল ১০টার সময় মালঞ্চ টেকনিক্যাল কলেজে আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের সংখ্যালঘুদের ক্ষমতায়নের লক্ষ্যে এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
মাইনরিটি রাইটস গ্রুপ ইউরোপ ও নোরাদ অগ্রগতি সংস্থা এর আর্থিক সহযোগিতায় তথ্য অধিকার আইন ব্যবহারের লক্ষ্যে ঈশ্বরীপুর আদিবাসী মুন্ডা সম্প্রদায় সংখ্যালঘু নারীদের ক্ষমতায়ন তাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে অ্যাডভোকেসী প্রকল্প ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক আব্দুর রশিদ ঢালির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরীপুর ইউনিয়নের ইউপি সদস্য আবু সুবাহান ঢালী, শ্রীফলকাটি মাধ্যমিক বিদ্যালয়ের (সহ শিক্ষক) ফনীন্দ্র নাথ বাউলিয়া, শ্রীফলকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এম এম মজনু-ই-এলাহী, অসিত মুন্ডা প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, ফিল্ড অর্গানাইজার সিরাজুল ইসলাম।