
শ্যামনগর প্রতিবেদক: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজাহার হোসেন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রবিবার সকালে অসুস্থ হলে তাকে সাতক্ষীরা সিবি-হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাঃ মনোয়ার হোসেনের তত্ত্বাবধানে তার পাইলস এর অপারেশন করা হয় ।
তার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন জাতীয় পার্টির শ্যামনগর উপজেলা সভাপতি এ্যাড. আব্দুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আজিবর রহমান, আহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম.কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুবসংহতি’র সভাপতি জি,এম,আব্দুল কাদের, সাধারণ সম্পাদক গাজী আল ইমরান, ছাত্রসমাজ সভাপতি আব্দুল আলিম, ভারপ্তঃ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সহ জাতীয় পার্টির বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।