প্রিন্ট এর তারিখঃ মে ২৫, ২০২৫, ৮:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০১৯, ৪:২৪ অপরাহ্ণ
শ্যামনগর গোবিন্দপুুরে বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
মোঃ আমজাদ হোসেন মিঠু শ্যামনগরঃ শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী গোবিন্দপুর এ এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৯ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় চত্বরে ম্যানেজিং কমিটির সভাপতি মুকুন্দ কুমার মন্ডলের সভাপতিত্বে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধালীগের সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ -সভাপতি ও কাশিমাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, মোহাম্মাদনগর মাদ্রাসার সুপার মাওলানা এরশাদউল্যাহ, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হাকিম, শামসুর রহমান, বিদ্যালয়ের সহ-প্রধান শিক্ষক শচীন্দ্রনাথ মন্ডল, ০৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি গাজী নুরুল হক বাচ্চু, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব গাজী, আওয়ামীলীগ নেতা মজিবার মোল্যা, আব্দুল হালিম, মাস্টার আব্দুল জব্বার প্রমুখ।
ফলাফল ঘোষণা ও স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ গাজী মোঃ শফিকুল ইসলাম।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক জহুরুল হক।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.