শ্যামনগর প্রতিনিধি: ঘূর্নিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে সুপেয় পানি সংরক্ষণের জন্য শ্যামনগর উপজেলা পরিষদের সহযোগিতায় ২০১৯-২০ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচী’র (এডিপি) অর্থায়নে ১২নং গাবুরা ইউনিয়নে ৭০ টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে পানির ট্যাংকি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টায় গাবুরা ইউনিয়ন মিলনায়তনে ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলমে’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম. আতাউল হক দোলন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ূব ডলি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী গোলাম মোস্তফা।
অন্যান্যদের মাঝে গাবুরা ইউনিয়নজেলা তাঁতী লীগের সদস্য সাংবাদিক মেহেদী হাসান মারুফ, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুল বারী, সাধারণ সম্পাদক এস.এম.রবিউল ইসলাম, জি এম আব্দুর রউফ সহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।