
মোঃ আমজাদ হোসেন মিঠু শ্যামনগরঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ২০২০ সালের নতুন বছরের প্রথম দিনে সারা দেশের ন্যায় গাবুরায় বই বিতরণ করা হয়েছে। বুধবার (১লা জানুয়ারী) সকাল ১০ টায় গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয় চত্বরে জাতীয় বই উৎসব অনুষ্ঠিত হয়। উক্ত বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন, জি এল এম মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এস এম ইয়াছমিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাবুরা ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জি এম ইমাম হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, মহান স্বাধীনতার স্থপতি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রতি বছর সরকার বিনামূল্যে বছরের প্রথম দিনে সারাদেশের ন্যায় তোমাদের মাঝে নতুন বই বিতরণ করছেন। এসময় তিনি উপস্থিত সকলের কাছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান এবং শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে আশার আহ্বান জানান। উক্ত বই বিতরণ উৎসব অনুষ্ঠানে এসময় অভিভাবক বৃন্দু , সুধীসমাজ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।