
নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর: শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের মীরগাং গ্রামের মইজদ্দীন গাজীর পুত্র রাশিদুল গাজীর কাঁকড়া ও মাছের প্রজেক্টে প‚র্ব শত্রæতার জের ধরে রাতের আধারে বিষ দিয়ে প্রায় তিনলক্ষ টাকার কাঁকড়া ও মাছ মারা গেছে বলে জানা গেছে।
ঘটনা সুত্রে জানা যায়, বিগত ২৫/১০/২০২১ ইং তাং প্রতিদিনের ন্যায় সকালে রাশিদুল গাজী কাঁকড়া কেনা বেচা শেষে যে কাঁকড়া গুলো প্রজেক্টে ছাড়ার মত সে গুলো ছেড়ে দেয় এবং কাঁকড়ার প্রজেক্ট দেখা শুনা করে চলে আসে বাড়িতে।
এদিন রাতে কে বা কারা তার প্রজেক্টে বিষ দেয় এবং পরদিন বিকালে তার কর্মচারী কাকড়ার প্রজেক্টে গেলে সে দেখে যে কাঁকড়া ও মাছ মারা যাচ্ছে। কর্মচারী রাশিদুল গাজীকে সংবাদ দিলে সে প্রজেক্ট গিয়ে দেখে যে তার প্রজেক্টর ভিতরে বিষের বোতল ভাসছে। তবে এই বিষ কে দিছে সেটা এখনো শনাক্ত করা যায়নি তবে চেষ্টা চলছে বলে জানান তিনি।