
মোঃ আমজাদ হোসেন মিঠু,শ্যামনগরঃ শিক্ষা শান্তি প্রগতি পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের শ্যামনগর সরকারি মহসীন ডিগ্ৰী কলেজ ছাত্রলীগের আয়োজনে কলেজ ছাত্রী মরিয়ম হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জানুয়ারি) সকাল ১১ টায় সরকারি মহসীন ডিগ্ৰী কলেজের সামনে সড়কের উপর শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। কলেজ ছাত্রী মরিয়ম হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর সরকারি মহসীন ডিগ্ৰী কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মোঃ রফিকুল ইসলাম। এসময় উক্ত মানববন্ধনে ছাত্রলীগের নেতাকর্মীরা অনতিবিলম্বে মরিয়ম হত্যার সঙ্গে জড়িতদের গ্ৰেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় উক্ত অনুষ্ঠানে কলেজের শিক্ষক কর্মচারী বৃন্দু ও মহসীন ডিগ্ৰী কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মী সহ কলেজে অধ্যায়নরত শিক্ষার্থী বৃন্দু উপস্থিত ছিলেন।