জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: আমি সমাজকর্মী পরিবার ও শিশুর সুরক্ষায় সবসময় রয়েছি আমি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে (২৪ জানুয়ারী) মঙ্গলবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদ হলরুমে কমিউনিটি ডায়লগ সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আরফিুজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শিশু সুরক্ষা অফিসার এস এম আরিফুজ্জামান লিটন, ইউনিয়ন সমাজকর্মী রহমত আলী, অশোক কুমার ও অফিস সহায়ক মনির হোসেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন নির্বাচিত জনপ্রতিনিধি, সমাজকর্মী, এনজিও কর্মী, গণমাধ্যমকর্মী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কৈখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ সাহানুর আলম।