
জিয়াউর রহমান শ্যামনগর থেকেঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কয়েকটি ডায়গনস্টিক সেন্টারে দালালদের দৌরত্বের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদকের অভিযান পরিচালিত হয়েছে। এসময় চিহ্নিত ৪ দালালকে আটক করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার(১৪ অক্টোবর) বিকাল ৩টার দিকে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক জাহিদ ফজলের নেতৃত্বে দুদকের একটি টিম শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন কয়েকটি প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার ও একটি প্রাইভেট ক্লিনিকে এই অভিযান পরিচালনা করে।
আটককৃতরা হলেন উপজেলার ইসমাইলপুরের মর্জিনা খাতুন (৬০), চিংড়িখালির মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের ছেলে মোহাম্মদ সাগর হোসেন রনি (২০), শিবপদ বদ্যর ছেলে অচিন্ত কুমার বদ্য (৪৫), আলমগীর হোসেন এর পুত্র আল মামুন বাদশা(২৫), পরানপুরের নিমাই চন্দ্র মন্ডল এর পুত্র প্রসেনজিৎ কুমার মন্ডল(৩১), কৈখালীর নুর ইসলাম গাজীর পুত্র রেজাউল গাজী(৪২), বংশীপুরের গৌরপদ ঘোষের পুত্র মিলন কুমার ঘোষ (১৮)।
অভিযান শেষে দুদকের সরকারি পরিচালক জাহিদ ফজল উপস্থিত সাংবাদিকদের জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমানের সাথে এসকল অনিয়ম দুর্নীতি হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ সহ প্রাপ্ত বিভিন্ন তথ্যের বিষয়ে অবগত করেন। আটককৃতদের শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি রাশেদ হোসাইন এর আদালতে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ জিয়াউর রহমান বলেন, আমি এই অভিযোগ গুলো আজই শুনছি। আগে অবগত ছিলাম না। এবিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।
ছবিঃ শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ডায়গনস্টিক সেন্টারে দুদকের অভিযানে ৪ জনকে কারাদণ্ড।