
আব্রাহাম লিংকন, শ্যামনগর: শ্যামনগর উপজেলা শিক্ষা অফিসের সহকারী কাম হিসাব রক্ষককে অনিয়মের অভিযোগে লঘুদন্ড প্রদান করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত গত ২৭ নভেম্বর ২০২৩ তারিখে ৩৮.০১.০০০০.৩০০.২৭.৫৬৯.২০২৩-৪৮৮ নং স্মারকের প্রজ্ঞাপন সূত্রে জানাগেছে যে, উপজেলা শিক্ষা অফিসের উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক প্রদীপ কুমার মন্ডলের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ও ৩(গ) উপবিধি অনুযায়ী যথাক্রমে অসদাচরণ ও পলায়নের অভিযোগে ১২ অক্টোবর ২০২৩ তারিখে ৩য়শ্রেণী/ বিমা/ ০৮/ ২৩/ ৪১৬, মোতাবেক বিভাগীয় মামলা রুজু পূর্বক অভিযোগনামা ও অভিযোগ বিবরণী প্রেরণ করে জবাব প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়। পরবর্তীতে গত ২৯ নভেম্বার ২০২৩ তারিখে লিখিত জবাব দাখিল করেন এবং ২০ নভেম্বর ২০২৩ তারিখে ব্যক্তিগত শুনানিতে অংশগ্রহণ করেন। তাঁর লিখিত জবাব, ব্যক্তিগত শুনানীতে প্রদত্ত বক্তব্য এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্রাদি পর্যালোচনায় তার বিরুদ্ধে আনীত অসদাচরণ ও পলায়নের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সার্বিক বিবেচনায় তাকে বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণ” লঘুদন্ড প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর বিধিমালা ৪ (২)(ঘ) অনুযায়ী “বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমতিকরণ” অর্থাৎ তার বর্তমান মূলবেতন ২৭৪৩০/-হতে ১৬০০০/-টাকায় অবনমিতকরণ দন্ড প্রদান করেন কর্তৃপক্ষ। তার বেতন ১৬০০০/-টাকায় নির্ধারিত হবে এবং এই দন্ডাদেশ ১ জুলাই ২০২৪ থেকে কার্যকর হবে এবং পরবর্তী ২ বছর পর্যন্ত বলবৎ থাকবে। অবনমিতকরণ বেতন ভবিষ্যতে তিনি বকেয়া হিসেবে প্রাপ্য হবেন না। তৎসঙ্গে তার অনুপস্থিতকাল ২৩ জানুয়ারী ২০২৩ থেকে ২ আগষ্ট ২০২৩ তারিখ পর্যন্ত বিনাবেতনে অসাধারণ ছুটি মঞ্জুর করেন। উপজেলা শিক্ষা অফিসার মো: শাহিনুর হোসেন বলেন, উপরের নির্দেশনা অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। প্রাথমিক জেলা শিক্ষা অফিসার হোসনে ইয়াসমি করিমী বিষয়টি নিশ্চিত করেন।