
মোঃ আমজাদ হোসেন মিঠু, শ্যামনগরঃ শ্যামনগর উপজেলার মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে (২৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজর গিফারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা। এছাড়াও উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। অন্যান্যদের উপস্থিত ছিলেন, বিজিবি,কোষ্টগার্ড,র্যাব,বন বিভাগ কর্মকর্তা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ সভায় অংশ গ্ৰহন করেন। সভায় আইন শৃংখলা নিয়ে দীর্ঘক্ষন আলোচনা হয়। অনুষ্ঠানে সভার সভাপতি আইন শৃংখলা উন্নতির লক্ষ্যে দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন।