
মোঃ আমজাদ হোসেন মিঠু, শ্যামনগরঃ সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা তাঁতী লীগের কার্যক্রম আরও গতিশীল করতে বিগত কমিটিকে বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারী) সাতক্ষীরা জেলা তাঁতী লীগের আহবায়ক মীর আজাহার আলী শাহিন ও সদস্য সচিব কাজী মারুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রেজওয়ানুল আজাদ নিপুন কে আহবায়ক এবং শেখ নাসিম হায়দার রিপনকে সদস্য সচিব করে আগামী ৩ মাসের জন্য ১৫ সদস্য বিশিষ্ঠ কমিটির অনুমোদন দেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ন আহবায়ক যথাক্রমে প্রভাষক আব্দুর রাজ্জাক, প্রভাষক মো. ওাশিদুল ইসলাম,আশরাফ আলী, সদস্য যথাক্রমে মোস্তফা জামান খোকন, আনসার আলী, আবু আজিম, হেলাল উদ্দীন, মাসুদ রানা পিংকু, শামীম হোসেন, আজীজুর রহমান, শেখ নাজমুল হাসান, সাইফুল ইসলাম ও ডালিম খান।