
শেখ আব্দুল হাকিম,শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১২ টায় শ্যামনগর উপজেলা পরিষদের হলরুমে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের সভাপতিত্বে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন. কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য,সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক তদারকি কমিটির আহবায়ক, দৈনিক ভোরের পাতার সম্পাদক ও এফবিসিসিআই’র পরিচালক ড.কাজী এরতেজা হাসান।
শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা তদারকি কমিটির সদস্য সচিব কাজী আখতার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত কুমার ঘোষ, মাহফুজা সুলতানা রুবিসহ শ্যামনগর উপজেলা শাখার কার্যকরী কমিটির সদস্য,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং দলীয় সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।