শ্যামনগর ব্যুরো: সাতক্ষীরা শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মঞ্জুর আহমেদ বদলি হয়ে গেছেন অন্যত্র। তবে তিনি যাওয়ার আগে তহশীল অফিসের পুকুরের অর্ধলক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ ধরে বিক্রি করে দিয়েছেন। এছাড়া অফিসের বিভিন্ন গাছের ডাল বিক্রি করেছেন এমন অভিযোগ তার বিরুদ্ধে। স্থানীয় আব্দুল গফুর বলেন, ঈশ্বরীপুর ইউনিয়নের নায়েব সাহেব পুকুরের মাছ ও গাছের ভাইরাস বিক্রি করেছেন স্থানীয় লোকজনের কাছে। তিনি আরো বলেন, এই অফিস থেকে বদলি হয়ে যাওয়ায় তড়িঘড়ি করে পুকুরের সকল মাছ ধরে নিয়ে গেছেন, বিক্রির পাশাপাশি তিনি বাড়িতেও নিয়ে গেছেন। স্থানীয় সমাজসেবক জিএম মনসুর আলম বলেন, ঈশ্বরীপুর ইউনিয়নের দায়িত্বে থাকাকালীন সময়ে তশীলদের মনজুর আলম ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছেন। খাজনা দাখিলা কর্তন ও মিউটেশন করার নামে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা। একই এলাকার ইন্তাজ আলী জানান, ৩০০ টাকার খাজনা দাখিলা কাটতে যেয়ে নায়েব সাহেব আমাকে চারদিন ঘুরিয়ে পরে পাঁচ হাজার টাকা নিয়ে তারপর খাজনা দাখিলা দিয়েছেন। এ বিষয়ে অভিযুক্ত ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মনজুর আহমেদ সাথে কথা হলে তিনি বলেন, পুকুরে আমরাইতো মাছ ছেড়েছিলাম তা ধরতে পারবো না। গাছে ভাইরাস লেগেছে ছোট ছোট কিছু ডাল কাটা হয়েছে। আপনি যেভাবে শুনেছেন সেগুলো সঠিক না।