প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৭:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০১৯, ১১:৪০ অপরাহ্ণ
শ্যামনগর আট মাসের অন্তঃসত্ত্বা কে পিটিয়ে জখম
মোঃ আমজাদ হোসেন মিঠু শ্যামনগরঃ শ্যামনগরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আট মাসের অন্তঃসত্ত্বা নারী সহ এক জনকে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। শুক্রবার ১৮ অক্টোবর আনুমানিক সকাল ৯ টার দিকে শ্যামনগর ঈশ্বরীপুর ইউনিয়নের ঈশ্বরীপুর গ্রামে ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, ঈশ্বরীপুর গ্রামের হুমায়ুন কবিরের স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা, নাসরিন পারভীন (২৮) ও ইকবাল কবিরের স্ত্রী মিতা পারভীন (২১)।
আহতদের কে গুরুতর অবস্থায় শ্যামনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্তঃসত্ত্বা নাসরিন পারভীনের স্বামী হুমায়ুন কবীর বলেন, ঈশ্বরীপুর গ্রামের মৃত, মোঃ কোমর উদ্দিনের ছেলে কুদ্দুস গাজী, মোঃ কলম গাজীর ছেলে রাশু গাজী, বারিক গাজীর ছেলে নান্টু গাজী সহ আরো অনেক শুক্রবার সকালে আমার স্ত্রী ও আমার ভায়ের স্ত্রী কে মারপিট করে। এ সময় আমাদের বাড়িতে কোন পুরুষ লোক বাড়িতে ছিল না।
আমাদের বসতভিটা সংলগ্ন ১৫ শতক জমি আমরা ভূমি অফিস কর্তৃক ডিসিআর নিয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করি। প্রতিপক্ষরা ২ থেকে ৩ কিলোমিটার দূর থেকে এসে এই জমি দাবি করে,এবং বিভিন্ন সময়ে উঠতি বয়সের কিছু যুবকরা আমাদের বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এখানে তাদের কোন জমি জায়গা নেই,তারা এত দূর থেকে এসে কিভাবে জমি দাবি করে সেটা আমার বোধগম্য নহে ।
শ্যামনগর সদর হাসপাতালে ভর্তি গুরুতর আহত আট মাসের অন্তঃসত্ত্বা নাসরিন পারভীন বলেন, আমি শারীরিকভাবে খুব অসুস্থ আমার ডেলিভারি ডেট ডিসেম্বরের ৭ তারিখ। আজ সকাল ৯ টার দিকে হঠাৎ করে ২০/২৫ জনের একটি দল আমাদের বাড়িতে এসে হাজির হয়। আমাদের বাড়ির সামনে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলে আমার পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ জানালে তারা আমাদের বারান্দার গ্রিল ভেঙে ঘরের মধ্যে এসে আমাকে এলোপাতাড়ি ভাবে পেটাতে থাকে, এক পর্যায়ে আমি জ্ঞান হারিয়ে ফেলি।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.