জামিনুর, শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রোববার (৭ মার্চ) সকাল ১১ টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জগলুল হায়দার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ূব ডলি, উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কাশিমাড়ি ইউপি সাবেক চেয়ারম্যান গাজী আনিছুর জামান আনিছ, যুগ্ম সাধারণ সম্পাদক স.ম আব্দুস সাত্তার, থানা অফিসার ইনচার্জ নাজমুল হুদা প্রমুখ।
এ সময় মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার তিনি উল্লেখ করেন, ৪৭ বছর আগে বঙ্গবন্ধু কর্তৃক প্রদত্ত সেই উপস্থিত বক্তব্য তৎকালীন সময়ে কেবল বাঙালিকে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়নি সম্প্রতি এই ভাষণ বিশ্বের কাছে এক অনন্য দালিলিক ঐতিহ্য হিসেবে নতুনভাবে আবির্ভূত হয়েছে।
তিনি বলেন, ইউনেসকো কর্তৃক বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটিকে পৃথিবীর গুরুত্বপূর্ণ দালিলিক ঐতিহ্য হিসেবে মর্যাদা প্রদান আমাদের সকলের জন্য এক বিরল সম্মান বয়ে এনেছে। বস্তুনিষ্ঠ ঐতিহাসিক সেই ভাষণে একদিকে যেমন পাকিস্তানি শাসকগোষ্ঠীর অত্যাচার নিপীড়ন উল্লেখিত হয় তেমনি মুক্তিকামী বাঙালির জন্য ভাষণটি ছিল দিকনির্দেশনার শামিল। সকল বাধা উপেক্ষা করে মুক্তিকামী লাখো বাঙালি সেদিনের জনসভায় তাঁর নেতৃত্বপূর্ণ বক্তব্য শোনার জন্যই উপস্থিত হয়েছিলেন।
আলোচকেরা বলেন - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ মুক্তিযুদ্ধকালে সকলের জন্য উজ্জীবনী শক্তি হিসেবে কাজ করেছে। তাই আমাদের গৌরবোজ্জ্বল মহান মুক্তিযুদ্ধে এই ভাষণের অবদান অপরিসীম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অকুতোভয় নেতৃত্ব, অপরিসীম আত্মত্যাগ, বিচক্ষণ দূরদৃষ্টি, সাহসিকতা, প্রগতিশীল মনোভাব, দেশপ্রেম ও মানবিক গুণাবলি প্রভৃতি বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।ও সকল বক্তারা ঐতিহাসিক ৭ মার্চের তাৎপর্য তুলে ধরেন।
এছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, গনমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের এবং সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদ মসজিদে পেশ ইমাম মুফতী আলহাজ্ব মোঃ আব্দুল খালেক।