
মোঃ জিয়াউর রহমান, শ্যামনগর প্রতিবেদক: সাতক্ষীরা শ্যামনগর উপজেলা দীর্ঘ ৭মাস পরে কবর হতে মোজাফ্ফার মোড়ল (৫৫) এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শহিদুল্যাহ’র উপস্থিতিতে কবর হইতে লাশ উত্তোলন করা হয়। মোজাফ্ফার মোড়ল উপজেলার উত্তর আটুলিয়া গ্রামের মৃত দাউদ মোড়লের পুত্র। শ্যামনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দীপ্তেশ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি জানান, গত ২১/০৮/২০২০ তারিখে পারিবারিক কলহে প্রতিপক্ষরা মোজাফ্ফার মোড়লকে মারপিট করে। এতে সে গুরত্বর আহত হয়ে সাতক্ষীরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩১/০৮/২০২০ তারিখে মারা যায়। এঘটনায় মোজাফ্ফার মোড়ল বাদী হয়ে ২১/০৮/২০২০ তারিখে শ্যামনগর থানায় ৩০ নং মামলা করেন। পরবর্তীতে সাতক্ষীরা বিজ্ঞ আদালত হইতে মোজাফ্ফার মোড়লের লাশ কবর হতে উত্তোলনের জন্য নির্দেশ প্রদান করেন। শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শহিদুল্যাহ বলেন, আদালতের নির্দেশ মতে কবর হতে লাশ উত্তোলন করা হয়েছে।