আব্দুল হাকিম,শ্যামনগর থেকে:
সাতক্ষীরার শ্যামনগরে ৫ লাখ টাকার মোবাইল সহ শাহিনুর ফকির নামে এক দূর্ধর্ষ চোরকে আটক করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরের দিকে নিজ বাড়ি থেকে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নূর কামাল তাকে আটক করে। সে পদ্মপুকুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেনের ভাতিজা ও পদ্মপুকুর গ্রামের আব্দুর রহমান ফকিরের ছেলে।
শ্যামনগর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, গত শুক্রবার রাতে নওয়াবেঁকী বাজারে ভাই ভাই মোবাইল সেন্টার দোকান থেকে চুরি সংগঠিত হয়। সংঘবদ্ধ চোরের দল বিভিন্ন কোম্পানির ২৫ লাখ টাকার মোবাইল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বাইনতলা গ্রামের আবু সাঈদ গাজীর ছেলে ভাই ভাই মোবাইল সেন্টারের মালিক শাহিনুর ইসলাম শ্যামনগর থানায় এক অভিযোগ করেন।
পুলিশ অনুসন্ধান চালিয়ে চোর শাহিনুরকে আটক করে এবং তার স্বীকারোক্তি মতে নওয়াবেঁকী বাজারে মাছের সেটের পাশ থেকে ৫ লাখ টাকার মোবাইল উদ্ধার করে। বাকী মোবাইলসহ মালামাল উদ্ধার ও চোর আটকের চেষ্টা অব্যহত আছে ওসি (তদন্ত) জানান।