বুড়িগোয়ালিনী প্রতিনিধি:
শ্যামনগরে সিটি সুপার শপ উদ্বোধন উপলক্ষে ৪ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের খেলায় অংশগ্রহণ করে তালা ফুটবল একাদশ ও শ্যামনগর উপজেলার ৯নং বুড়িগোয়ালিনী ফুটবল একাদশ। উক্ত খেলায় তালা ফুটবল একাদশকে ০- ২ গোলে হারিয়ে বুড়িগোয়ালিনী ফুটবল একাদশ জয় লাভ করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত খেলাউদ্বোধন করেন শ্যামনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী সদস্য এবং সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ অফা জহুরুল হায়দার বাবু।
এ সময় আরো উপস্থিত ছিলেন বুডড়িগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুড়িগোয়ালিনী ইউনিয়ন এর চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল ও অত্র ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। যুবলীগের ইউনিয়ন আহŸায়ক জি এম সাইফুল ইসলাম, যুগ্ম আহŸায়ক জি এম মোস্তাফিজুর রহমান সহ বুড়িগোয়ালিনীর সর্বস্তরের জনগণ উক্ত খেলা উপভোগ করেন।