
সিরাজুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধিঃ ‘শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ মাননীয় প্রধান মন্ত্রীর এই উদ্যোগে সাড়া দিয়ে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে সাতক্ষীরা জেলা-কে শতভাগ বিদ্যুতের আওতায় আনতে দ্রুতগতিতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি। তারই অংশ হিসেবে প্রতিনিয়ত শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম গঞ্জে প্রতিদিন চলছে পল্লী বিদ্যুতের নতুন নতুন সংযোগ উদ্বোধন ও কার্যক্রমের সূচনা। সেই লক্ষ্যে, সোমবার (২৬ আগষ্ট) বেলা ১১.০টায় শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নে মথুরাপুর টু দক্ষিণ কদমতলা গ্রামের ৩৫৯ টি গ্রাহকের মাঝে মাত্র ৪শ টাকায় পল্লী বিদ্যুতের মিটার ক্রয়ের কার্যক্রম উদ্বোধন করা হয়। সর্ব প্রথম মুন্সীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সংবাদিক সিরাজুল ইসলাম ৪শত টাকা পরিশোধ করে নিজের মিটার ক্রয় করার মাধ্যমে উক্ত কার্যক্রমের শুরু করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত পল্লী বিদ্যুতের এ.জি.এম মধুসুধন রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কো-অর্ডিনেটর শরিফুল ইসলাম, সার্ভেয়ার-মামুনার রশিদ, সাংবাদিক মাহফুজুর রহমান তালেব, ইউপি সদস্য ফজলুল হক, বিশিষ্ঠ ব্যাবসায়ী নূর ইসলাম গাজীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত কার্যক্রম সকাল ১১.০টা থেকে শুরু হয়ে বিকাল ৫.০টা পর্যন্ত বিরতীহীনভাবে ৩৫৯ জন গ্রাহককে মাথা পিছু ৪শ টাকা নিয়ে পল্লী বিদ্যুতের মিটারের রশিদ প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি সকলের উদ্দেশ্যে জানান, সরকারি কোন বাধ্য-বাধকতা না থাকলে আগামী ১ সপ্তাহের মধ্যে এই লাইনটি চালু করে দেওয়া হবে।