
জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: শ্যামনগর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে পেশাদার ৩ জুয়াড়িকে আটক করেছে। মঙ্গলবার (২ নভেম্বর) গভীর রাতে উপ-পরিদর্শক আশরাফুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশ আটুলিয়া ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের জহির মোড়লের মুরগীর ফার্মের সামনে গোলপাতার ঘরে অভিযান চালিয়ে জুয়াড়িদের আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে একই গ্রামের অপর দুই জুয়াড়ি ভো দৌড়দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে নগদ আটশত ত্রিশ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করে পুলিশ। আটক ৩ জুয়াড়ি হলো আটুলিয়া ইউনিয়নের ভড়ভড়িয়া গ্রামের আব্দুল গফুর সরদারের পুত্র কামরুল ইসলাম এবং একই গ্রামের মৃত দাউদ সরদারের ছেলে মিজানুর রহমান ও মৃত জবেদ আলী ছেলে জহির হোসেন। শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, জুয়াড়িদের আদালতে প্রেরণ করা হয়েছে।