জিয়াউর রহমান শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগরে গোপন সংবাদ পেয়ে ৩লক্ষাধিক টাকার আমদানি নিষিদ্ধ বিদেশী সিগারেট উদ্ধার করেছেন জেলা কাস্টম্স এক্সাঃ ও ভ্যাট কর্মকর্তারা।রোববার (২১সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলা সদরে নকিপুর বাজারে মেসার্স অর্পিতা স্টোরে অভিযান পরিচালনা করেন জেলা কাস্টম্স এক্সাঃ ও ভ্যাট কর্মকর্তা সার্কেল-১ মোঃ নূরুল আমিন। এসময় ওই স্টোরে অভিযান চালিয়ে ৩লক্ষাধিক টাকা মূল্যের ৫৭ কাটুর্ন বিদেশী সিগারেট উদ্ধার করেন।
অর্পিতা স্টোরের মালিক অজয় কুমার সাহা বিদেশী সিগারেট মজুদ ও বিক্রির কথা স্বীকার করেন।
সাতক্ষীরা জেলা কাস্টম্স এক্সাঃ ও ভ্যাট কর্মকর্তা সার্কেল-১ মোঃ নূরুল আমিন বলেন, এঘটনায় মামলা হয়েছে। তবে, অর্পিতা স্টোরের মালিক বৈধ কাগজপত্র দেখালে জব্দকৃত সিগারেট ফেরত দেওয়া হবে।