সিরাজুল ইসলাম, শ্যামনগর ব্যুরো: আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন। এই সম্মেলনে দিন-ক্ষন ঠিক হলেও হয়নি এখনও কাউন্সিলর নির্বাচিত। ১৬ নভেম্বর উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা থেকে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকদের জানানো হয়েছে, আগামী ২১ নভেম্বরের মধ্যে কাউন্সিলরদের চুড়ান্ত তালিকা উপজেলা আওয়ামী লীগের হাতে জমা দিতে হবে। সে কারণে এখন উপজেলার ১২ টি ইউনিয়নে চলছে কাউন্সিলর নির্বাচিত করার তালিকা। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন জানান, শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের এবারের ত্রি-বার্ষিক সম্মেলনে ৪৫৮ জন কাউন্সিলর ভোট দেওয়ার সুযোগ পাবে। এর মধ্যে প্রতি ইউনিয়ন থেকে ৩১জন করে কাউন্সিলর থাকবে। আর উপজেলা আওয়ামী লীগের ৭১ জন কাউন্সিলর থাকবে, ‘ক’ অপশানে থাকবে ১৫ জন কাউন্সিলর। আগামী ২ ডিসেম্বর শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে চায়ের দোকান থেকে শুরু করে সর্বস্তরে চলছে আলোচনা। শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের অধিকাংশ নেতা ও সম্ভাব্য কাউন্সিলরদের সাথে কথা বলে জানা যায়, এসএম জগলুল হায়দার এমপি মহোদয় পুনরায় সভাপতি এবং উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউল হক দোলন পুনরায় প্রতিদ্বন্দিতা বিহিন সাধারণ সম্পাদক নির্বাচিত হতে পারে। একই আভাস দিয়েছেন, ইউনিয়ন আওয়ামীলীগ ও ওয়ার্ড আওয়ামীলগের সভাপতি ও সম্পাদকরা। তবে সাধারণ সম্পাদক পদে কাশিঁমাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আনিছুজ্জামান আনিচ প্রার্থী হবেন বলে তার নিচ ফেসবুকের মাধ্যমে প্রচার চালাচ্ছেন। তবে সভাপতি পদে কাউকে এখনও পর্যন্ত প্রচার প্রচারণা করার খবর পাওয়া যায়নি। গত উপজেলা আওয়ামীলীগের কাউন্সিলে আতাউল হক দোলনের প্রতিদ্বন্দি ছিলেন, গাজী আনিচুজ্জামান আনিচ। তিনি ০৩ ভোটে পারজিত হলে আতাউল হক দোলন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এবারের কাউন্সিলে তেমন সাড়া মিলছে না সাবেক এই প্রার্থী গাজী আনিচুজ্জামান আনিচের। অধিকাংশ সম্ভাব্য কাউন্সিলরা বলতে চায় গত সম্মেলনের পর থেকে গাজী আনিছুজ্জামান মাঠ পর্যায়ে নেতা কর্মীদের সাথে কম সংযোগ দেওয়ায় এবারে তার ইমেজটা তেমন দেখা যাচ্ছে না। আর এসএম জগলুল হায়দার এমপি মহোদয় গত ত্রি-বার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হয়েছিলো। এবারও তার সাথে কেউ প্রতিদ্বন্দিতা না করার সম্ভাবনাই খুবই কম। ১৫ নভেম্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের এক জরুরী সভা অনুষ্ঠত হয়। উক্ত সভায় জগলুল হায়দার ও আতাউল হক দোলনের মধ্যে পুরানো বিভেদ ভূলে দুজনকে ঐক্য গড়ার খবর ছড়িয়ে পড়লে সর্বস্তরে বইছে উল্ল্যাস। সব মিলিয়ে আবারও জগলুল হায়দার এমপি মহোদয় শ্যামনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আতাউল হক দোলন সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ার দোর গোড়ায় পৌচ্ছে গেছে। শুধু মাত্র সময়ের অপেক্ষা।