
জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: শ্যামনগরে মাদবদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি হইতে পেশাদার দুই গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে। এসময় অপর এক গাজা ব্যবসায়ী ভো-দৌড় দিয়ে পালিয়ে যায়। বৃহস্পতিবার (৪ নভেম্বর) গভীর রাতে সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক এসআই বিজয় কুমার মজুমদারের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
আটককৃত দুই গাজা ব্যবসায়ী হলো শ্যামনগর উপজেলার ভ‚রুলিয়া ইউনিয়নের মাজাট অনন্তপুর গ্রামের আরশাদ আলীর ছেলে শফিকুল ইসলাম ও কাশিমাড়ী ইউনিয়নের কাশিমাড়ী গ্রামের রেজাউল ইসলামের ছেলে মাসুদ। অভিযানের খবর টের পেয়ে আটুলিয়া ইউনিয়নের হাওয়ালভাঙ্গী গাইন পাড়া গ্রামে মনোহর গাজীর ছেলে মেহেদী হাসান গাজা ফেলে পালিয়ে যায়।
এসআই বিজয় কুমার মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে ২শত গ্রাম গাজা এবং মাসুদ কে ৩শত ৫০ গ্রাম গাজা সহ আটক করা হয়। অপরদিকে মেহেদী হাসানের বাড়ি তল্লাশি করে ২শত গ্রাম গাজা জব্দ করা হয়। আটককৃতদের পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, আটকৃতদের মাদক আইনে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।