
সিরাজুল ইসলাম, শ্যামনগর ব্যুরো: সাতক্ষীরা’র শ্যামনগরে হাজী কুরবানিয়া বাস টার্মিনাল এর উত্তর পাশে হিরো টু -এক্স ডিলার শোরুম এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা ১ টার সময় নিলয় মটরস্ এর আয়োজনে সমগ্র অনুষ্ঠান পরিচলনা করেন শ্যামনগর শোরুমের পরিচালক মনোয়ার হোসেন টুটুল,হিরো টু-এক্স ডিলার শোরুম এর উদ্বোধন করেন সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ জহুরুল হায়দার (বাবু) উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা,ওসি তদন্ত কাজী মোঃ শহিদুল ইসলাম, প্রেসক্লাবেরর সাধারণ সম্পাদক জাহিদ সুমন,নকিপুর হাট বাজার কমিটির সাধারণ সম্পাদক এস,এম ফিরোজ হোসেন প্রমুখ। সার্বিক সহযোগীতা মোঃ হাফিজুর রহমান।