মোঃ জিয়াউর রহমান শ্যামনগর থেকে: শ্যামনগরে ইট বহন কাজে ব্যবহৃত ডাম্পার ও যাত্রীবাহি মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী, সন্তান সহ ৪ জন গুরত্বর আহত হয়েছে। বুধবার (১৬ মার্চ)দুপুর আড়াইটার দিকে শ্যামনগর টু নওয়াবেঁকী সড়কের আলম মেম্বারের বাড়ীর সামনে এ দ‚র্ঘটনা ঘটে।
আহতরা হলো- উত্তর আটুলিয়া গ্রামের আহম্মদ মোল্যার ছেলে মুকুল হোসেন (২৮) ও তার স্ত্রী আছিয়া (২৬) এবং তাদের দুই শিশু সন্তান ইমু ও ইভা।
প্রতাক্ষ্যদর্শী আটুলিয়া গ্রামের আলমগীর হোসেন জানান, দুপুরের দিকে ওই দম্পত্তি দুই সন্তানকে নিয়ে শ্যামনগর হতে উত্তর আটুলিয়া গ্রামে নিজ বাড়ীতে ফিরছিল। বিপরীত দিক থেকে একটি ডাম্পার নওয়াবেঁকী বাজারে ইট রেখে শ্যামনগরে আসার সময় ঘটনাস্থলে পিছনের চাকা বাস্ট হয়ে সরাসরি মোটর ভ্যানটিকে ধাক্কাদেয়। এসময় ওই দম্পত্তি দুই শিশু সন্তান সহ রাস্তার উপরে ছিটকে পড়ে গুরত্বর আহত হয়। আশঙ্খাজনক অবস্থায় দ্রত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত মেডিকেল অফিসার উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রিপোর্ট লেখা পর্যন্ত মুকুল ও তার দুই সন্তানের অবস্থা আশঙ্খাজনক জানা গেছে।
শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করেন।