
শ্যামনগর প্রতিবেদক: শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মারিয়া (৭)নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৯মে)সকাল ৯ টার দিকে উপজেলার কলবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মারিয়া ওই গ্রামের হাবিবুল্লাহ মোড়লের কন্যা ও স্থানীয় কলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। প্রত্যক্ষ্যদর্শী আব্দুল হক জানান, সকালের দিকে রাস্তার উপরে খেলার সময় মালবাহী ভ্যানের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারিয়া নিহত হয়।