জিয়াউর রহমান,শ্যামনগর প্রতিবেদক: শ্যামনগর উপজেলায় ভূরুলিয়া ইউনিয়নে খানপুর হতে নূরনগর সড়কের উপরে দীর্ঘ ৪৫ বছর পূর্বে যমুনা নদীর উপরে নির্মিত কালভার্টটি চলাচলের জন্য অধিক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ইটভাটা কাজে ব্যবহৃত ডাম্পার গাড়ীর অবাধ চলাচলে কালভার্ট ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়েছে। যেকোন মুহুর্তে কালভার্টটি ধ্বসে যানমালের ব্যপক ক্ষয়-ক্ষতির সম্ভাবনা আছে সুশীল সমাজের অভিমত। স্থানীয় আব্দুর রউফ ও সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী জানান, ইট ভাটার ডাম্পার গাড়ীতে অতিরিক্ত মালামাল বহনের কারনে অধিক পুরানো কালভার্টটি ভেঙে পড়েছে। দ্রুত পদক্ষেপ না নিলে ভয়াবহ বিপর্যয়ের সম্ভাবনা আছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাওঃ ফারুক হোসাইন বলেন, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে অবহিত করা হয়েছে। উপজেলা সহকারী প্রকৌশলী (এলজিইডি) সামছুল আলম বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। শিঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শ্যামনগরে সড়কে বিপদজনক কালভার্ট
পূর্ববর্তী পোস্ট