আমজাদ হোসেন মিঠু,শ্যামনগর থেকে: স্বল্প উন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ হওয়ায় বাংলাদেশ বিশ্বের দরবারে এক অনন্য উচ্চতায় পৌঁছিয়েছে। দেশের এই অগ্রযাত্রার কারিগর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় শ্যামনগর মডার্ন স্কুল মাঠে উন্নয়নশীল দেশে উত্তরন সংক্রান্ত জাতীয় কমিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আয়োজিত ‘স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ: বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা ৪ আসনের এমপি এস,এম জগলুল হায়দার বলেন, উন্নয়নশীল দেশে উত্তরনের স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে প্রধানমন্ত্রীকে ১৯ বার হত্যার চেষ্টা হয়েছে। প্রধানমন্ত্রী নিজেদের সন্তান বা পরিবারের ভাগ্যের জন্য রাজনীতি করেন না, দেশের মানুষের জন্য রাজনীতি করেন। উপজেলা নির্বাহী অফিসার মো: আক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন, উপজেলা চেয়ারম্যান এস,এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান সাইদ উজ জামান সাইদ, মুক্তিযোদ্ধা দেবী রজ্ঞন মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শাহিনুল ইসলাম, থানা পুলিশ পরিদর্শক তদন্ত হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম, মৎস কর্মকর্তা তুষার মজুমদার প্রমুখ।