নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সুশীলনের প্রকল্প অফিসে বিনোদন সামগ্রী বিতরণ করা হয়েছে। দাতা সংস্থা পেনি এ্যাপিল,ইউ কে এর অর্থিক সহযোগিতায় সুশীলনের বাস্তবায়নে মুন্সিগজ্ঞ প্রকল্প অফিসের সামনে মুন্সিগঞ্জ,বুড়িগোয়ালিনি ও আটুলিয়া ইউনিয়নের ৩৫০ জন উপকারভোগীদের বিনোদনের জন্য ২৫টি দলে প্রত্যেক দলের সভাপতি ও সেক্রেটারিদের হাতে ২৪" এল ই ডি স্মাট টেলিভিশন বিতরণ করা হয়।
বুধবার ১৫ই ডিসেম্বর দুপুর ১২টায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের ম্যানেজার মোঃ সাজ্জাদ হোসেন সাজু, রিকল ২০২১ প্রকল্প সমন্বয়কারী এস এম জাকির হোসেন ও সেইফ ড্রিংকিং এ্যান্ড হাইজিন প্রমোশন প্রকল্পের ম্যানেজার তাপস মিত্রর উপস্থিতিতে বিনোদন ব্যাবস্থার সামগ্রিক বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন প্রকল্পের প্রজেক্ট অফিসা মিজান, ছাত্তার, জেসমিন ও সাদিয়া।