
সিরাজুল ইসলাম, শ্যামনগর ব্যুরো: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নে স্বাস্থ্য সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সুন্দরবন এ্যাপোলো হাসপাতাল নামে একটি বে সরকারি হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর ১২ টায় উপজেলা সদরে হায়বাতপুর মোড়ে হাসপাতালটি উদ্ভোধন করেন উপজেলা চেয়ারম্যান এস,এম আতাউল হক দোলন। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মোঃ শাজাহান সিরাজ বলেন, দেশের সর্ব বৃহৎ এ উপজেলায় প্রায় ৫ লক্ষাধিক মানুষের বিশেষজ্ঞ চিকিৎসা সেবা নিতে রাজধানী ঢাকায় যেতে হয়। এমনকি দেশের গন্ডি পেরিয়ে ভারতেও যেতে হয়। এতে মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হয়। গরীব ও অসহায় মানুষের পক্ষে ব্যয় নির্বাহ করা দূরহ। সুন্দরবন এ্যাপোলো হাসপাতালে ১২টি রোগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ সেবা প্রদানসহ রোগ নির্নয়ে সর্বাধিক পদ্ধতি ব্যবহার করা হবে। এছাড়া ২৪ ঘন্টা গরীব ও অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে তিনি জানান।