আইয়ুব আলী:
শ্যামনগরের সিসিডিবির ক্রপিং প্যাটার্ন এর উপরে ১ দিনের প্রশিক্ষণ ও জৈবসার বিতরণ। বুধবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১ টায় সিসিডিবি পিসিআরসিবি প্রকল্পের আয়োজনে মুন্সিগঞ্জ প্রকল্প অফিসের কনফারেন্স রুমে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বনবিবিতলা গ্রামে মোট ১৮ জন কৃষক পরিবারের মাঝে ( ১১ জন কে ১০ কেজি খেসারী ডাল, ২ জন কে ১ কেজি ভূট্টা, ৫ জন কে ১০ গ্রাম বেগুনের বীজ ও ১৮ জনকে ৪০ কেজি জৈব সার, ১০ কেজি জিপসাম) বিতরণ ও প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন। প্রশিক্ষণ প্রদানকালীন এলাকার কৃষকদের ১২ মাস কিভাবে ফসল চাষাবাদ করা যায় সে সম্পর্কে আলোচনা করেন। আরো চাষাবাদ সংক্রান্ত বিভিন্ন কৃষি পরামর্শ প্রদান করেন। প্রশিক্ষণ প্রদানকালীন আরো উপস্থিত ছিলেন সিসিডিবি পিসিআরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস সহ অন্যান্য স্টাফবৃন্দ।