
মোঃ আমজাদ হোসেন মিঠু, শ্যামনগরঃ সোমবার বিকাল ৫ টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ব্র্যাকের অর্থায়নে এবং সিপিপি’র সহযোগিতায় জনসচেতনতায় মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এস এম নাহিদ হাসান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন,ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাইদ,নকিপুর সরকারি হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর ইসলাম, সিপিপি’র উপপরিচালক গোলাম কিবরিয়া,বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেবীরঞ্জন মন্ডল, সাবেক চেয়ারম্যান রেজাউল করিম,ব্র্যাকের মিতুল মজিদ, উপজেলা সিপিপি টিম লিডার শেখ মাকসুদুর রহমান মুকুল।মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন এনজিও প্রতিনিধি সহ সুশীল সমাজের মানুষেরা উপস্থিত ছিলেন। এসময় সিপিপি সদস্য বৃন্দ ঘূর্ণিঝড়ে সাধারণ মানুষকে সচেতন করতে তাদের বিভিন্ন কলা কৌশল প্রদর্শন করেন। অনুষ্ঠানে ফারার সার্ভিস স্টেশন অফিসার আতিয়ার রহমানের নেতৃত্বে কৃত্রিম উপায়ে বৃষ্টি ছিটানো হয়।