প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৫, ১২:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৯, ২০২০, ১১:৫৬ অপরাহ্ণ
শ্যামনগরে সিডিও ইয়ুথ টিমের আয়োজনে মানববন্ধন
মোঃ আমজাদ হোসেন মিঠু, শ্যামনগরঃ শ্যামনগর সরকারি মহসীন ডিগ্ৰী কলেজের ছাত্রী মরিয়ম পারভীন ময়নার নৃশংসভাবে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) সকাল ১০ টায় শ্যামনগর বাসস্ট্যান্ডে স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম (কোস্টাল এডুকেশন ডাইভার্সিটি এন্ড ইমপ্রুভমেন্ট অর্গানাইজেশন) ও শ্যামনগরের সচেতন মহলের আয়োজনে উক্ত মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। সিডিও ইয়ুথ টিমের যুগ্ম-আহ্বায়ক মো. হাফিজুর রহমান এর সভাপতিত্বে এবং শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ও সিডিও ইয়ুথ টিমের সদস্য সচিব স.ম ওসমান গনী সোহাগ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মরিয়ম পারভীন ময়না'র পিতা মো. আব্দুল কাদের, জাগো যুব ফাউন্ডেশন এর নির্বাহী প্রধান ও জেলা আইসিটি কমিটির সদস্য শেখ ফারুক হোসেন, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. মেহেদী হাসান মারুফ, সিডিও ইয়ুথ টিম এর সদস্য এস.এম সাহেব আলী, মোহাম্মদ শরীফ, শাহরিয়ার তৌফিক ইমন, ইসমাইল হোসেন সোহাগ, মো. নাসিম আলী, মো. ইমরান হোসেন, মো. ইয়াসিন আলী প্রমুখ।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.