
মোঃ আমজাদ হোসেন মিঠু, শ্যামনগরঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে মুজিব বর্ষকে স্মরণীয় করে রাখতে শ্যামনগরের স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম, ১২ নং গাবুরা ইউনিটের আয়োজনে কুইজ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১ টায় চাঁদনীমুখা পি.জে আলিম মাদরাসা মিলনায়তনে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাষক মাওঃ মো. রমজান আলীর সভাপতিত্বে কুইজ কুইজ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্টাল এডুকেশন এন্ড ডাইভার্সিটি ইমপ্রুভমেন্ট অর্গানাইজেশন (সিডিও) ইয়ুথ টিমের সদস্য সচিব স.ম ওসমান গনী সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদরাসার সহকারি শিক্ষক মো. আনিসুর রহমান, ইবতেদায়ী শিক্ষক মো. শাহানুর রহমান, সিডিও ইয়ুথ টিম শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজ ইউনিটের সদস্য মো. মেহেদী হাসান, গাবুরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম, সিডিও ইয়ুথ টিম গাবুরা ইউনিটের সাধারণ সম্পাদক মো. সাঈদুল ইসলাম, মো. বাবলু হাসান, মো. মনিরুল ইসলাম, মো. শাহীন আলম সোহাগ, মো. আশরাফুল আলম প্রমুখ।
শেখ মুজিবর রহমান এর জীবনি শীর্ষক আলোচনা সভা শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অত্র প্রতিষ্ঠানের সকল শ্রেণির শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে উক্ত কুইজ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ কুইজ অনুষ্ঠানটি পরিচালনা করেন সিডিও ইয়ুথ টিমের যুগ্ম-আহ্বায়ক মো. হাফিজুর রহমান। কুইজ কুইজ অনুষ্ঠানে ১ম স্থান অধিকার করেন ৯ম শ্রেণির ছাত্র মো. হুজাইফা ইসলাম, ২য় স্থান অধিকার করেন ৮ম শ্রেণির ছাত্রী মিস তানিয়া সুলতানা ও ৩য় স্থান অধিকার করেন ৯ম শ্রেণির ছাত্র মো. সাজিদুর রহমান।