
সিরাজুল ইসলাম, শ্যামনগর: বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা অভিযান চালিয়ে ১৮ কোটি ৬১ লক্ষ টাকা মূল্যের অবৈধ বিদেশী কাপড় জব্দ করেছে। ১২ মার্চ বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোনের অধিনস্থ বিসিজি বেইজ মংলা কর্তৃক হারবাড়িয়ার চরাপুটিয়া খাল সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশের সময় এ বিপুল পরিমান কাপড় জব্দ করা হয়। তবে অভিযান চলাকালীন সময় ট্রলারটিতে থাকা চোরাকারবারীরা চরাপুটিয়ার খাল পাড়ে সুন্দরবনের ভিতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে উক্ত ট্রলার তল্লাশী করে ১৪ হাজার ৩৭৭ পিস বিদেশী শাড়ি, ১ হাজার ৩০৩ পিস লেহেঙ্গা, ৩৯৬ পিস থ্রি-পিছ এবং ৪৭৫ জোড়া জুতা জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ বিদেশী কাপড়ের আনুমানিক মূল্য প্রায় ১৮ কোটি ৬০ লক্ষ ৮৪ হাজার দুইশত পঞ্চাশ টাকা। পরবর্তীতে জব্দকৃত মালামাল ও ট্রলারটি মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানাগেছে।