আব্রাহাম লিংকন, শ্যামনগর: শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার ভূমি অফিসের সার্ভেয়ার সজল হোসাইন ও প্রতিপক্ষ উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত কেনারাম মন্ডলের পুত্র শিবপদ মন্ডলের বিরুদ্ধে ৫ আগস্ট সকাল ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন চন্ডিপুর গ্রামের মৃত অনন্ত কুমার মন্ডলের পুত্র রজনী কান্ত মন্ডল। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, শ্যামনগরে সার্ভেয়ারের মিথ্যা ও বানোয়াট প্রতিবেদনে প্রতিপক্ষরা আমার জমি দখলের চেষ্টায় লিপ্ত আছে। তিনি আরো জানান,আমার পিতা মৃত অনন্ত কুমার মন্ডল চন্ডিপুর মৌজার এস এ ২৫২ খতিয়ানের ২৪৫ ও ২৪৬ দাগ, এবং হাল ৪৪৩ দাগে ৫৩ শতক জমি রেজিস্ট্রি কোবলা করিয়া লন। যাহা আমার পিতার স্ব-নামে রেকর্ড প্রাপ্ত হইয়া সরকারি রাজস্ব পরিশোধ করিয়া ধান্য চাষাবাদের মাধ্যমে শান্তিপূর্ণ ভোগ দখলে আছে। একই গ্রামের শিবপদ গং উক্ত সম্পত্তি জোরপূর্বক দখল করার চেষ্টা করে। এ ঘটনায় তারা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা আদালতে ১৪৫ ধারা মোতাবেক ১১৭৯/২৩ নং পিটিশন মামলা করে। বিজ্ঞ আদালত শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শ্যামনগর থানাকে নির্দেশ দেন। সাথে সাথে দখল সংক্রান্ত প্রতিবেদন দেওয়ার জন্য শ্যামনগর সরকারি কমিশনার ভূমিকে নির্দেশ দেন। সহকারী কমিশনারের নির্দেশে সার্ভেয়ার সজল হোসাইন সরজমিনে না গিয়ে, মোটা অংকের টাকার বিনিময়ে সম্পূর্ণ মিথ্যা প্রতিবেদন দাখিল করেছেন। নালিশি জমিতে কোন ঘর না থাকলেও বিবাদীদের ঘর রয়েছে মর্মে উল্লেখ করেছেন। যাহা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। বর্তমানে বিবাদী পক্ষ শিবপদ মন্ডল নালিশের জমি দখল করার পায়তারা করছে। এমতাবস্থায় প্রকৃত জমির মালিক বাদীপক্ষ দারুণ নিরাপত্তা হীনতায় ভুগিতেছে। তারা সাংবাদিকদের লিখনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।