জিয়াউর রহমান শ্যামনগর থেকেঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের নির্মাণাধীন ৬শত মিটার সড়ক নির্মাণে গুরুত্বর অনিয়নের অভিযোগ উঠেছে। এঘটনায় স্থানীয় জনগন ক্ষোভে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে এবং রাস্তার কার্পেটিং তুলে ফেলেছে।
সংশ্লিষ্ট ইউপি সদস্য আব্দুস সবুর বলেন, ইউনিয়নের ঘোলা রুহুল আমীনের বাড়ি হতে ঘোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ৬শত মিটার সড়ক সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের তত্বাবধায়নে নির্মাণ করা হচ্ছে। কাজে নিযুক্ত ঠিকাদার আব্দুর রাজ্জাক সংশ্লিষ্ট কতর্ৃপক্ষকে ম্যানেজ করে খেয়াল খুঁশি মত রাস্তা কার্পেটিংয়ের কাজ করছে এমন অভিযোগ স্থানীয়দের। বিষয়টি সড়ক ও জনপদ বিভাগকে অবহিত করার পরেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। ঠিকাদার আব্দুর রাজ্জাক বলেন, কার্পেটিংয়ের কাজ পুনরায় করা হবে।
সাতক্ষীরা সড়ক ও জনপদ (সওজ) বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাফিউজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঠিকাদারকে পুনরায় কাজ সিডিউল অনুযায়ী নির্মাণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। কার্পেটিং কাজের কতটাকা বরাদ্দ দেওয়া হয়েছে তিনি জানাতে পারেননি।