জিয়াউর রহমান, শ্যামনগর: শ্যামনগরে গোবিন্দপুর আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার সময় পথিমধ্যে মোটর ভ্যানের ধাক্কায় তাহমিনা বেগম (৫০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে কালিকাপুর দাউদের বাড়ি সংলগ্ন রাস্তার উপরে এ দুর্ঘটনা ঘটে। তিনি গোবিন্দপুর গ্রামের বরকত আলী সরদারের স্ত্রী। কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান জানান, অসুস্থ্য ভাইয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার সময় কালিকাপুর দাউদের বাড়ি সংলগ্ন রাস্তায় মোটর ভ্যানের ধাক্কায় গুরত্বর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাহমিনা বেগমকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার সিরুজ্জামান তাকে মৃত ঘোষনা করেন।