জিয়াউর রহমান শ্যামনগর থেকে: শ্যামনগর সীমান্তে মাদক, মানবপাচার ও অস্ত্র পাচারকারী চক্রের শীর্ষ চার হোতা আত্মসমর্পন করেছেন। গত রোববার সন্ধ্যার পরে স্থানীয় সেনা ক্যাম্পে তারা আত্মসমর্পন করেন। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে শ্যামনগর থানা হস্তান্তর করা হয়।
আত্মসমর্পনকৃত চার শীর্ষ চোরকারবারি হলেন- সাহেবখালী গ্রামের রফিকুল ওরফে নেদু কয়াল এবং কৈখালী গ্রামের রেজাউল, হাফিজুর ও আব্দুর রহিম।
শ্যামনগর থানার ওসি মোঃ খালেদুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, ওই চার শীর্ষ চোরকারবারি বিরুদ্ধে শ্যামনগর থানায় মানবপাচার, অস্ত্র ও মাদক পাচারের অভিযোগে একাধিক মামলা আছে। তাছাড়া সুন্দরবনে জেলে বাওয়ালীদের জিম্মিকরে মুক্তিপন আদায়ের অভিযোগ আছে। চার শীর্ষ সন্ত্রাসীকে মামলা দিয়ে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।