জিয়াউর রহমান, শ্যামনগর থেকে:
সাতক্ষীরার শ্যামনগরে এক শিশু ৩য় শ্রেণির ছাত্রী (৯) কে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। সোমবার (২৭ মার্চ) সকাল ৮টার দিকে মসজিদে আরবী পড়তে যাওয়ার সময় নূরনগর বাজারে মায়ের দোয়া স্টোরের মালিক রবিউল ইসলাম একান্ড ঘটায়। তিনি উপজেলার উত্তর হাজিপুর গ্রামে সাত্তার গাজীর ছেলে।
থানা ও মামলা সূত্রমতে সকালের দিকে ওই শিশু আরবী পড়তে যাওয়া সময় রবিউল প্রলোভন দেখিয়ে দোকানের ভিতরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি ডাক চিৎকারে পার্শ্ববর্তীরা দ্রুত এগিয়ে আসলে রবিউল পালিয়ে যায়। এঘটনায় শিশুটির মা শ্যামনগর থানায় ধষণ চেষ্টার অভিযোগে মামলা করেছেন।
শ্যামনগর থানার ওসি মুহাঃ নূরুল ইসলাম বাদল মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। রবিউলকে পাকড়াবার চেষ্টা অব্যহত আছে।