
জিয়াউর রহমান, শ্যামনগর প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগরে চার বছর বয়সের এক শিশু কন্যাকে ধর্ষনের চেষ্টার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮ টার দিকে বুড়িগোয়ালিনী ইউনিয়নের দাতিনাখালী গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। পুলিশ লম্পট আবু সাঈদকে গ্রেপ্তার করেছে। সে দাতিনাখালী গ্রামের মৃত আবু দাউদ গাজীর ছেলে । এ ঘটনায় শিশু কন্যার মা বাদী হয়ে শ্যামনগর থানায় মামলা করেছে।
শিশুকন্যার মা জানায়, ঘটনার সময় পরিবারের সবাই বাড়ির পাশে আত্মীয়ের বাড়িতে ছিল। এ সুযোগে আবু সাঈদ শিশুটিকে ঘরের মধ্যে একা পেয়ে ধর্ষনের চেষ্টা করে। শিশুটির চিৎকারে সবাই এগিয়ে আসলে আবু সাঈদ পালিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম বলেন, তাৎক্ষনিক শিশুটিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
শ্যামনগর থানার ওসি (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম শিশুকন্যাকে ধর্ষনের চেষ্টার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবু সাঈদ কে রাতে গ্রেপ্তার করা হয়েছে।