আব্দুল হাকিম, শ্যামনগর থেকে:
সাতক্ষীরার শ্যামনগরে বেসরকারী সংস্থা উত্তরণের বাস্তবায়নে দাতা সংস্থা এডুকো বাংলাদেশ এর আর্থিক সহায়তা প্রকল্পের আওতায় উপক‚লীয় অঞ্চলের ঝুঁকিপূর্ন শিশুশ্রম নিরসনের লক্ষ্যে সমমনা সংগঠন গুলোর সাথে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় শ্যামনগর পাবলিক লাইব্রেরীতে অনুষ্ঠিত মিটিং সঞ্চালনা করেন উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তার। উক্ত সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফসহ বিভিন্ন সমমনা সংগঠন এবং সাংবাদিকবৃন্দ।
সভায় প্রকল্পের উদ্দেশ্য, কার্যক্রম ও অর্জন সম্পর্কে উপস্থাপনের পর উপক‚লীয় শিশুরা স্কুলে না যেয়ে ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত হচ্ছে (যেমন-নদীতে মাছ ধরা,সুন্দর বনের মধ্যে যেয়ে মাছ ও কাকড়া ধরা,কাকড়ার পয়েন্টে ও ইটের ভাটায় কাজ করা) এখান থেকে তাদের মুক্ত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
শিশুশ্রম নিরসনের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান,উপজেলা প্রশাসনের সাথে লবি করা,ইটভাটার সর্দার ও শ্রমজীবি শিশুর অভিভাবকদের সাথে মিটিং করা,কোন এরিয়ার শিশুরা কি ধরনের শ্রমের সাথে যুক্ত রয়েছে তার তালিকা তৈরী করা,শ্রমজীবি শিশুর পরিবারকে লাইভলিহুড সহায়তা প্রদান এবং সরকারি নিরাপত্তা বলয়ের আওতাভ‚ক্ত করার বিষয়ে উপস্থিত সকলে মতামত প্রদান করেন। সর্বোপরি শিশুশ্রম নিরসনের জন্য উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতা একান্ত প্রয়োজন বলে সকলে মনে করেন।