নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগরে এক শিবির ক্যাডার কর্তৃক অনলাইন “নয়াডাক” পত্রিকার সম্পাদক পরিচয় দিয়ে বিভিন্ন দলীয় ব্যক্তিদের নামে মিথ্যে সংবাদ প্রকাশের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসকাবে এক সংবাদ সম্মেলনে শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের মৃত কবির গাজীর ছেলে মো. নুরুল ইসলাম এই অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে নুরুল ইসলাম বলেন, আমি একজন আওয়ামী পরিবারের সন্তান। আমি রমজাননগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক হিসাবে বিগত দুইযুগ ধরে কাউন্সিলর নির্বাচিত হয়ে আসছি। কিন্তু শ্যামনগর উপজেলার জামায়াতের রোকন মানিকখালী গ্রামের আবুল হোসেনের ছেলে নাশকতাসহ প্রায় দুই ডজন মামলার আসামি শিবির ক্যাডার রীট হুমায়ন নিজেকে অনলাইন “নয়াডাক” পত্রিকার সম্পাদক পরিচয় দিয়ে আমাকে বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করছে। একই সাথে রীট হুমায়ন ওই অনলাইন “নয়াডাক” পত্রিকায় বিভিন্ন দলীয় ব্যক্তিদের নামে মিথ্যে সংবাদ প্রকাশ করে পরে তা ফেইস বুকে শেয়ারের মাধ্যমে জিম্মি করে টাকা আদায় করছে। সংবাদিক পরিচয় দিয়ে উপজেলা প্রশাসন থেকে শুরু করে নিরীহ সাধারণ মানুষের নামে মিথ্যে মামলা ও রীট করে শ্যামনগরবাসীকে অতিষ্ট করে তুলেছে ওই হুমায়ন। কথিত সাংবাদিক হুমায়ন কথায় কথায় মামলা করে এবং প্রশাসন কথা না শুনলে তার বিরুদ্ধে হাইকোর্টে রীট করে। পরে মিমাংসার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। ফলে মিথ্যে মামলার ভয়ে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়না। রীট হুমায়নের বিরুদ্ধে নাশকতা, চাঁদাবাজী, ধর্ষণ, সংখ্যালঘুদের জমি দখল, বনবিভাগের গাছ কাটা, খাদ্য গুদামের দারোয়ানের উপর হামলা, খাদ্য গুদামের জায়গা দখলসহ প্রায় দু’ডজন মামলা রয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, পত্রিকার বার্ষিক বিল দেয়ার নাম করে মামলাবাজ রীট হুমায়ন সম্প্রতি আমার কাছে মোটা অংকে চাঁদা দাবি করে। আমি চাঁদার টাকা দিতে রাজি না হওয়ায় সে আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ৮ ফেব্রুয়ারী অনলাইন নয়াডাক পত্রিকায় আমার নামে একটি মিথ্যে সংবাদ প্রকাশ করে তা ফেইস বুকে শেয়ার করে। সেখানে আমাকে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারী টেংরাখালী গ্রামের রাজাকার পুত্র নুরুল ইসলাম বলে উল্লেখ করে। য সম্পূর্ন মিথ্যে ও বানোয়াট।
নুরুল ইসলাম উদ্বেগ প্রকাশ করে আরো বলেন, সমাজ বিরোধী কার্যকলাপের প্রতিবাদ করে এই সংবাদ সম্মেলনের পর রীট হুমায়ন ক্ষিপ্ত হয়ে মিথ্যে মামলা দিয়ে আমার ও পরিবারের সদস্যদের এলাকা ছাড়া করতে পারে। কাজেই আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি রীট হুমায়নের অন্যায় অত্যাচার ও নির্যাতনের হাত থেকে এলাকার সর্বশ্রেণীর মানুষ যাতে প্ররিত্রান পেতে পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।