প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৩, ২০২৫, ২:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩, ২০২০, ৮:১১ অপরাহ্ণ
শ্যামনগরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও শিক্ষা বৃত্তি প্রদান
মোঃ আমজাদ হোসেন মিঠু,শ্যামনগরঃ শ্যামনগরে ভলান্টিয়ার্স আ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব-বাংলাদেশ) এর উদ্যোগে সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও বিশেষ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩মার্চ) বেলা ১১টায় কাঁঠালবাড়িয়া এ.জি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস. এম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মাদ তেজারত, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব জি,এম আকবর কবীর, ভলান্টিয়ার্স আ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব-বাংলাদেশ) সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এম. এ. আলিম খাঁন। এছাড়াও উপস্থিত ছিলেন জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাস, রমজাননগর ইউনিয়র তোফায়েল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ মতিউর রহমান, তপোধন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামরঞ্জন বিশ্বাস, হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুল আলম, কলবাড়ি নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবাশীষ কুমার মন্ডল, ভেটখালী এ করিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম প্রমুখ। শ্যামনগরে ভাবপ্রকল্পভূক্ত ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩২৫ জন শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এছাড়া অস্ট্রেলিয়ার রোটারি ক্লাব অব হুইলার্স হিলের সহযোগিতায় কলেজ পর্যায়ে ৪ জন ও মাধ্যমিক পর্যায়ের ২২জনকে ১ লক্ষ ১২ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। পরবর্তীতে এস এম জগলুল হায়দার (এমপি) মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভাব-বাংলাদেশের আয়োজনে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের (বালক ও বালিকা) উদ্বোধন করেন। ভাব-বাংলাদেশ প্রকল্প ভুক্ত ১৫টি মাধ্যমিক বিদ্যালয় এই টুর্নামেন্টে খেলায় অংশ গ্রহণ করবে। শিক্ষা উপকরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান পরিচালনা করেন কাঁঠালবাড়িয়া এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম ও ৯ম শ্রেণির ছাত্রী তাজমিরা খাতুন।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.