গাজী জিয়াউর রহমান, ভ্রাম্যমাণ প্রতিবেদক: সাতক্ষীরার শ্যামনগরে পৃথক অভিযান চালিয়ে দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার উপজেলার মুন্সীগঞ্জ ও বড় ভেটখালী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি বজলুর রশীদ জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে জিআর-৮৬/১৭ ও এস/সি ৫১/১৮নং মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নজরুল ইসলাম সরদারের ছেলে সোহানুর রহমান (২৬) কে গ্রেফতার করা হয়।
দিনের অপর অভিযানে বেলা ১১টার দিকে বড় ভেটখালী এলাকায় অভিযান চালিয়ে সিআর-৩৮৭/২০ নং মামলার পলাতক আসামি মৃত করিম গাইনের ছেলে শফিকুল ইসলাম (৪০) কে গ্রেফতার করে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।