
মোঃ আমজাদ হোসেন মিঠু শ্যামনগরঃ শ্যামনগরে কিশোরীদের ক্ষমতায়ন, অধিকার সমুন্নতকরণ ফলো-আপ সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান রুপান্তর ও গণসাক্ষরতা অভিযান এর আয়োজনে সোমবার সকাল ১০ টায় (২৫ নভেম্বর) মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে ফলোআপ সভাটি অনুষ্ঠিত হয়। রূপান্তরের সুপারভাইজার মোঃ শাহীনুর ইসলামের সঞ্চালনায় প্রোগ্রাম অফিসার
(ওসিসি) প্রনব বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণস্বাক্ষরতা অভিযানের সিনিয়র ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার সাকিবা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর সদর ইউপি সদস্যা মিসেস দেলোয়ারা বেগম, প্রধান নির্বাহী অফিসার
( সিডো ) শ্যামল বিশ্বাস। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নকশিকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র রিপোর্টার, উপদেষ্টা মোঃ আবু সাঈদ, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন মিঠু সহ শিক্ষক, ইমাম, কিশোরী, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।