জিয়াউর রহমান শ্যামনগর থেকেঃ সাতক্ষীরার শ্যামনগরে সবজি ক্ষেত হতে ইকবাল হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গত সোমবার রাত ১১টার দিকে উপজেলা গোবিন্দপুর গ্রামে আকরাম হোসেনের সবজি ক্ষেতের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামে মৃত ইয়াকুব গাজীর পুত্র।
থানা সূত্রমতে, সবজি ব্যবসায়ী আকরাম হোসেনের কাছে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এসময় মরদেহের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন ও বাম পায়ের রগকাটা ছিল।
শ্যামনগর থানার ওসি (তদন্ত) মোঃ মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে, আইনগত কার্যক্রম চলমান রয়েছে তিনি জানান।